Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ৫ মার্চ ২০২১
আপডেট: ০১:২৫, ৫ মার্চ ২০২১

নিউজিল্যান্ডে সুনামি সতর্কতায় কেমন আছে বাংলাদেশ ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত মাসে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৯ সালে সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের নিয়ে এখনও রয়ে গেছে শঙ্কা। সেই শঙ্কা না কাটতেই এলো নতুন খবর। না, এবার আর সন্ত্রাসী হামলা হয়। এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

তবে টাইগাররা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি জানান, নিরাপদে আছে টাইগাররা। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তার।

দেশটির উত্তর অংশে স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ২৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৩। পরে অবশ্য ৭ দশমিক ২ বলে জানিয়েছিল মার্কিন ভূ-পর্যবেক্ষণ সংস্থা। এ ভূমিকম্পের উৎস ছিল অকল্যান্ড থেকে ৪১৪ কিলোমিটার পূর্বে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই জারি হয়েছে সুনামি-সতর্কতা। উপকূলবর্তী জনগণকে দেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশনা। নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে। তাই দ্রুততম সময়ে স্থানীয়দের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশটিতে সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ২৬ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এরপর ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম, ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় এবং ১ এপ্রিল ওয়েলিংটনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।

আইনিউজ/আরআর

সংশ্লিষ্ট খবর-

দুইদিন পর বাইরে বের হলেন তাসকিন-সৌম্যরা

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়