Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ০০:০৫, ১২ অক্টোবর ২০২১

টাইগারদের টি-২০ বিশ্বকাপ জার্সি উন্মোচন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল- হোটেল আমারিতে বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম এ জার্সি উন্মোচন করেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্র্যাক এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাক ও আড়ং এর কর্মকর্তারা এবং বাংলাদেশ দলের জার্সিটির অফিসিয়াল ম্যানুফেকচারার স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন এর সত্ত্বাধিকারীরা।

বাংলাদেশ দলের জার্সিটির একমাত্র অফিসিয়াল রিটেইলার আড়ং এবং জার্সিটি দেশব্যাপী আড়ংয়ের সকল আউটলেট, আড়ং ডট কম ও আড়ং অ্যাপে পাওয়া যাবে। এই জার্সিটি পরেই বাংলাদেশ দল টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে।

ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে আড়ং ডট কম ও আড়ং অ্যাপে অফিসিয়াল জার্সিটির প্রি-অর্ডার সুবিধা চালু করছে আড়ং এবং আগামী ১৩ই অক্টোবর থেকে দেশব্যাপী আড়ং এর সকল আউটলেট, আড়ং ডট কম ও আড়ং অ্যাপে পাওয়া যাবে এই জার্সিটি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়