Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২২ জুলাই ২০২২

‘ওয়ানডে ক্রিকেট ধুঁকে ধুঁকে মরছে’

কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অজি ব্যাটার উসমান খাজা ওই সুরে গান ধরলেন। বেন স্টোকস ওয়ানডে থেকে অবসর নেওয়ায় বিস্মিত হননি তিনি। খাজার মতে, স্টোকসের মতো ক্রিকেটার আরও আছেন, যারা ওয়ানডে খেলতে চান না। 

টি-২০’র যুগে টেস্ট ক্রিকেট শক্তভাবে জায়গা ধরে রাখলেও ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি, ‘ওয়ানডের অবস্থান এখন তিন নম্বরে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটে একটু একটু করে মৃত্যুর দিকে হাঁটছে। ওয়ানডে বিশ্বকাপ আছে, সকলে তা উপভোগও করবে। এর বাইরে ওয়ানডের অস্তিত্ব দেখি না।’ 

টেস্ট এবং টি-২০ ক্রিকেট নিয়ে পাকিস্তানী বংশোদ্ভূত অজি টপ অর্ডার ব্যাটার জানান, টেস্ট ক্রিকেটের মূল জায়গা। অনেকে টেস্ট পছন্দ করেন। সেজন্য এটা টিকে আছে এবং টিকে থাকবে। বিশ্বব্যাপী টি-২০ ক্রিকেটের লিগ এটাকে অন্য জায়গা দিয়েছে। যেটা অনেকবেশি আনন্দদায়ক এবং সকলে তা উপভোগও করছে। ওয়ানডের জায়গা এই দুই ফরম্যাটের পরে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা। সেটাও টি-২০ লিগের জন্য। তাতে করে ২০২৩ বিশ্বকাপে প্রোটিয়াদের জায়গা অনিশ্চিত হয়েছে। ওই ওয়ানডে সিরিজ বাতিল এবং স্টোকসের অবসরের পরে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার দেখছেন অনেকে। 

উসমান খাজার মতে, একজন আধুনিক ক্রিকেটারের পক্ষে তিন ফরম্যাটের ক্রিকেট খেলে যাওয়া অসম্ভব নয় তবে কঠিন, ‘তিন ফরম্যাটে খেললে অনেক ভ্রমণ করতে হবে। আপনি ঘরে থাকতে পারবেন না। অনেকে আবার আইপিএল খেলছেন। সব মিলিয়ে দেহ, মন ঠিক রেখে খেলে যাওয়া অসম্ভব নয় তবে কঠিন।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়