Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ৭ আগস্ট ২০২১
আপডেট: ১৮:১৯, ৭ আগস্ট ২০২১

নবীগঞ্জে কঠোর প্রশাসন, লকডাউন অমান্য করলেই অর্থদণ্ড

নবীগঞ্জ উপজেলায় চলছে কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি, সরকারি বিধি নিষেধ অমান্য করলে দেওয়া হচ্ছে শাস্তি।

আজ শনিবার (৭ আগস্ট) সকাল থেকেই লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে লকডাউন অমান্যকারীদের অর্থদণ্ড করেন।

জানা যায়, সারাদিনব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর শহর ও উপজেলার ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুয়ায়ী ১৪টি মামলায় ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধিনিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহ্বান জানান ভূমি কমিশনার। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

আইনিউজ/অঞ্জন রায়/এসএআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ