Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ 

প্রকাশিত: ১৮:০৬, ২৮ অক্টোবর ২০২৪

নবীগঞ্জে পারিবারিক কল-হের জেরে স্ত্রীকে খু-ন, স্বামী গ্রেপ্তার 

স্ত্রীকে হ-ত্যা মামলায় আটক স্বামী আব্দুর রউফ। ছবি- আই নিউজ

স্ত্রীকে হ-ত্যা মামলায় আটক স্বামী আব্দুর রউফ। ছবি- আই নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জয়ফুল বিবি (৪৫) নামের এক গৃহবধূকে খু-ন করেছেন তার স্বামী। এ ঘটনায় হ-ত্যাকারী হিসেবে অভিযুক্ত নিহতের স্বামী আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘাতক আব্দুর রউফ বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফুটার মাটি গ্রামে মৃত রজব আলীর ছেলে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ফুটার মাটি গ্রামে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন (পিপিএম) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, পারিবারিক দ্বন্দের জেরে রোববার সন্ধ্যায় স্বামী আব্দুর রউফের সাথে ঝগড়া বাধে নিহত জয়ফুল বিবির। ঝগড়ার এক পর্যায়ে তার স্বামী তার চুল ধরে টানাটানি করে এবং বুকে ও পেটে কিল ঘুষি মারতে থাকে। এতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে ভিকটিমের ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ফুলকে মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীকে মারার পর পালিয়ে যান স্বামী আব্দুর রউফ। 

পরে নিহতের ছেলে মো. সবুজ মিয়া বাদীয় হয়ে বাবা আব্দুর রউফকে আসামী নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।  

সোমবার (২৮ অক্টোবর) মামলার প্রেক্ষিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার  ৭ নং করগাও ইউনিয়নের টুকেরবাজার এলাকা থেকে পলাতক আসামী আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়