Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ৪ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে আহমদিয়া ফার্মেসির নতুন শাখা উদ্বোধন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের প্রেসক্লাব মোড়ে নতুন শাখ খুলেছে আহমদিয়া ফার্মেসী লিমিটেড। 

সোমবার (৪ অক্টোবর) থেকে ফার্মেসির এই শাখাটি যাত্রা শুরু করে। শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান,  উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, মৌলভীবাজার সরকারি কলেজ রসায়ন বিভাগের চেয়ারম্যান রফি উদ্দিন নিজাম, দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আহমদিয়া ফার্মেসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মিজানুর রহমান। সভাপতিত্ব এবং সভা সঞ্চালনা করেন আহমদিয়া গ্রুপের চেয়ারম্যান সেলিম আহমদ।

সেলিম আহমদ বলেন- ‘ফার্মেসিতে নকল ও ভেজালমুক্ত এবং সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হয়। কোনো সেম্পল সংরক্ষণ বা বিক্রি হয় না। ফলে গ্রাহকরা সঠিক মানের ঔষধ পেয়ে থাকেন।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়