Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ২৩ অক্টোবর ২০২৩

শ্রীমঙ্গলে পূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব-৯ এর অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব-৯ এর উইং অধিনায়ক কমান্ডার মো. মোমিনুল হক। 

শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব-৯ এর উইং অধিনায়ক কমান্ডার মো. মোমিনুল হক। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-৯ এর উইং অধিনায়ক কমান্ডার মো. মোমিনুল হক। 

সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গলের শ্রী শ্রী কালী মঙ্গলেশ্বরী কালী মন্দির পূজা মন্ডপ এবং কাকিয়াছড়া শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। 

এসময় র‍্যাব-৯ এর উইং অধিনায়ক কমান্ডার মো. মোমিনুল হক বলেন, কোন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র‍্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র‍্যাব সদস্যরা বিভিন্ন পূজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‍্যাব-৯ কতৃক রোবাষ্ট পেটেধাল এবং ধারাবাহিক চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। 

“ধর্ম যার যার উৎসব সবার” এই লক্ষ্যে সামাজিক সম্পধীতি রক্ষায় শান্তি ও সৌহাদ র্̈পূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলায় র‍্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‍্যাব-৯ এর আওতাধীন মৌলভীবাজার জেলায় পর্যাপ্ত র‍্যাব সদস্য টহলে মোতায়েন রাখা হয়েছে। 

র‍্যাব-৯ এর উইং অধিনায়ক কমান্ডার মো. মোমিনুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব-৯ কতৃক নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম  চলমান থাকবে। যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ