মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৩৯, ১২ অক্টোবর ২০২৪
মৌলভীবাজারে সাবেক এমপির ভাই আতাউর রহমান গ্রেফতার

র্যাব-৯ এর হাতে গ্রেফতারের পর আতাউর রহমান।
মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের ছোটভাই রাজনগরের কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (১১ অক্টোবর ) রাত দেড়টার দিক শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আতাউর রহমান রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত: মছব্বর মিয়ার ছেলে।
মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ৯ অক্টোবর কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে অভিযান চালিয়ে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও ধরা যায়নি আতাউর রহমানকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন আতাউর। অবশেষে র্যাব-৯ এর অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল।
আতাউর রহমানকে গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানায়নি র্যাব। পরবর্তীতে তা জানানো হবে।
এখানে উল্লেখ্য- মৌলভীবাজারের রাজনগরে বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে পুলিশের অভিযানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মুবাশ্বির জানান, সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। ওই ঘটনার দুইদিনের মাথায় আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার