Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রেম করতে রাজি না হওয়ায় ছাত্রীকে হ-ত্যা: হবিগঞ্জে ২ যুবকের মৃ ত্যু দ ণ্ড

আদালতে রায়ের সময় উপস্থিত ছিলেন আসামী জাকির হোসেন। ছবি- সংগৃহীত

আদালতে রায়ের সময় উপস্থিত ছিলেন আসামী জাকির হোসেন। ছবি- সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী জেরিনকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাস আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃ ত্যু দ ণ্ডা দে শ পাওয়া আসামিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন (২৪) ও পাটুলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নূর আলম (২২)। তবে নূর আলম এখনো পলাতক আছেন। রায় শুনানোর সময় অন্য আসামী জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পেশকার পার্থ প্রতীম সেন এ তথ্য নিশ্চিত করেছে।

হ ত্যা র শিকার মদিনাতুল কুবরা জেরিন ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। সে রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। জেএসসিতে জিপি-৫ পাওয়া ওই ছাত্রী দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জানুয়ারি নূর আলমের সিএনজি চালিত অটোরিকশায় উঠে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। পথে অটোরিকশায় ওঠেন জাকির। পরে স্কুলের সামনে মেয়েটিকে নামিয়ে না দেওয়ায় সে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে গাড়ি থেকে পড়ে মাথায় আ ঘা ত পায় সে। এ অবস্থায় পরদিন হাসপাতালে মৃ ত্যু হয় তার।

এ ঘটনায় জেরিনের বাবা একটি হ ত্যা মামলা দায়ের করেন। জাকির প্রায়ই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতেন এবং তা প্রত্যাখ্যান করায় মেয়েটিকে হ ত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত জাকির লেখাপড়া শেষ করে বেকার এবং নূর আলম অটোরিকশার চালক ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়