Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জন গ্রেফতার 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদ পেয়ে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।

এসআই তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

জব্দ ডাকাতির সরঞ্জামের মধ্যে রয়েছে রামদা, সিধ কাঁটার সাবল, ছুরি, তালা ভাঙার লোহার বাকা রড, সাদা রংয়ের কট সুতার রশি।

মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়