Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৭:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

‘মাদকসেবীরা স্বেচ্ছাসেবকলীগ করতে পারবে না’

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগে সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী ২৬ জন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে কারা আসছেন। জানতে অপেক্ষা করতে হবে আরো দুইদিন। 

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলন শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন- ‘আগামী নির্বাচনে যারা সক্রিয়ভাবে মাঠে থাকবে। জামাত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে পারবে তারাই নেতৃত্বে আসবে। ‘ 

এ সময় তিনি বলেন- ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ঘুষখোর, চোরাচালানকারী স্বেচ্ছাসেবক লীগ করতে পারবে না। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, আরেক ভাই জামাত এরা স্বেচ্ছাসেবকলীগ করতে পারবে না। সংগঠনে ত্যাগী, সৎ, পরিশ্রমী পরীক্ষিত নেতা দরকার।’ 

স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি বলেন- ‘না খেয়ে দিনরাত পরিশ্রম করে যারা সম্মেলনকে স্বার্থক করেছে তারাই পরীক্ষিত স্বেচ্ছাসেবক লীগ।’

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী কারা জানতে চান। পদপ্রত্যাশী আগ্রহীদের তালিকা প্রকাশ করেন এবং তাদের পরিচয় করে দেন। 

সভাপতি প্রার্থী হয়েছেন ১৫ জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ১১ জন।   

সভাপতির প্রার্থীদের মধ্যে রয়েছেন- মোজাম্মেল হক রাব্বি, খয়েজ আহমদ, মশিউর রহমান শাকিল, একেএম শাহাজাহান, জাকারিয়া আহমদ, সুজিত চন্দ্র দাশ, এমদাদুর রহমান রেনু, আবুল হাসান জিলু, মো. আলমগীর, রুবেল উদ্দিন, আব্দুস সোবহান, জিল্লুল হাকিম,  প্রমুখ।

সাধারণ সম্পাক প্রার্থীদের মধ্যে রয়েছেন সৈয়দ মেহবুব মোর্শেদ,  যোবায়ের আহমদ তপু, আনিসুল ইসলাম চৌধুরী তুষার, তুষার আহমদ, সোহেল আহমদ চৌধুরী, সঞ্জয় দেবনাথ, তানিম এ জাবের প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়