Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

পলি রানী দেবনাথ ও কলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৫:৪১, ২ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত

বিশ্ব বসতি দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালী। ছবি- আই নিউজ

বিশ্ব বসতি দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালী। ছবি- আই নিউজ

“স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি ”এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হলো বিশ্ব বসতি দিবস। 

আজ সোমবার (২ অক্টোবর) সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করা হয়েছে। 

সোমবার সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সরকার দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করছে, যা গোটাবিশ্বে ছিন্নমূল ও অসহায় মানুষের দারিদ্র্য বিমোচনের ধারণার ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেছে। নগর ও গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমূখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়