Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:১৩, ৬ সেপ্টেম্বর ২০২১

তাহিরপুরের বালিজুরীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।

দশ সদস্যবিশিষ্ট বালিজুরী ইউনিয়ন নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি রুপক তালুকদার ও সহ সভাপতি ধীরেন্দ্র বর্মন, ননী গোপাল সিংহ, বিকাশ তালুকদার।  সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অমর তালুকদার, অলক ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক বিজয় তালুকদার, মানিক তালুকদার, বিধান তালুকদার। 

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বিজন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটির আহবায়ক মিলন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য সচিব রাজন চন্দ, ইউনিয়ন পরিষদ সচিব মহিতোষ চৌধুরী, উপজেলা কমিটির সদস্য কাজল তালুকদার, ননী গোপাল  সিংহ,রুপক তালুকদার, কবিন্দ্র চন্দ প্রমুখ।

আইনিউজ/রাজন চন্দ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়