নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জে বেশি টাকা দিয়েও খাবার পাওয়া যাচ্ছে না!
সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জে চলছে বন্যার্ত মানুষের হাহাকার। গত বৃহস্পতিবার রাত থেকেই সারাদেশের সাথে বিচ্ছিন সুনামগঞ্জে দেখা দিয়ে তীব্র খাদ্য সঙ্কট। দোকান থেকে বেশি দাম দিয়েও মিলছে খাবার।
সোমবার (২০ জুন) সুনামগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও এলেও এখন পর্যন্ত কোনও কিছুই স্বাভাবিক হয় নি। সুনামগঞ্জে হেলিকপ্টার দিয়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর টিম।
মানুষের চোখে মুখে শুধু হাকাকার আর হাহাকার কেউ কাউকে সাহায্য করার মত অবস্থা নেই। রয়েছে খাবার সংকট। বেশি টাকা দিয়েও খাবার পাওয়া যাচ্ছে না। এক প্যাকেট মোম বাতি বিক্রি হচ্ছে ১৫০ টাকা ধরে। তাও মাত্র ৫ পিস।
এদিকে সুরমার পানি এখনও বিপৎপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩ মিলি মিটার। তাছাড়া সুনামগঞ্জ-সিলেট সড়কে পানি কিছুটা কমলেও নিচু সড়ক ও ঘর বাড়িতে এখনও পানি নামেনি। ফলে কত দিন পর সুনামগঞ্জ স্বাভাবিক হতে পারে তা জানাতে পারে নি প্রশাসন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম জানান, আমরা প্রায় ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। এ ছাড়াও আমরা গাড়ি দিয়ে ৬০ হাজার লিটার বিশুদ্ধ পানি দিয়েছি আশ্রয় কেন্দ্র গুলোতে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, নদীর পানি এখনও বিপদসীমার উপরে বইছে, বৃষ্টিপাত কম হচ্ছে আশা করা যায় এই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বন্যার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সজাগ আছে। যাতে করে ডাকাতি বা চুরি না হয়। এ ছাড়া আমরা বন্যার্থদের সাহায্য করতে জেলা সকল উপজেলায় কাজ করছে পুলিশ।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি ও শুকনা খাবার বিতরণ চলছে। যৌথবাহিনী কাজ করছে।
-
মনু নদ নিয়ে সতর্ক অবস্থানে মৌলভীবাজার জেলা প্রশাসন
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























