Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১৩:১৭, ১০ জুলাই ২০১৯
আপডেট: ১৩:১৭, ১০ জুলাই ২০১৯

বড়লেখা পৌরসভার বাজেট ঘোষণা

বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে নাগরিকদের উপস্থিতিতে ৩৭ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৭১৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

নাগরিকদের উপস্থিতিতে ৩৭ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৭১৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৭১৯ টাকা।

বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ। কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর আব্দুল হাফিজ ললন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলা উদ্দিন ডিলার, শিল্পপতি আব্দুল করিম প্রমুখ।

‘পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।’ -মেয়র কামরান চৌধুরী

বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর নাগরিক পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজ উদ্দিন, নাগরিক সাইফুল ইসলাম খোকন, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক জুনু, কবির আহমদ, নারী কাউন্সিলর রোকেয়া বেগম, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগমসহ শহরের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণাকালে পৌরসভার মেয়র কামরান চৌধুরী বলেন, ‘পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়