Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ভ্রমণ

প্রকাশিত: ১২:০৩, ২৯ মার্চ ২০২৩

৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দিবে মিশর

সারাবিশ্বের অনেক রাষ্ট্রের মতো মুসলিম দেশ মিশরেও চলছে বৈদেশিক মুদ্রার চরম সংকট। আর এই সংকট কাটিয়ে উঠতে দেশটিতে বিদেশী পর্যটক আসার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে মিশর সরকার। নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এজন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার। মিশরে পর্যটনে রাজস্ব বাড়াতে এই প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিশর। 

গত সোমবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান।

এছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন। স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে উত্তর আফ্রিকার দেশটির সরকার।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী 

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়