সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৬:৪২, ৩ অক্টোবর ২০২৩
তাহসিনকে বাচাঁতে শাবিতে ‘কিন’র কনসার্ট: স্টেজ মাতাবে ‘জলের গান’

ছবি- আই নিউজ
অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট নামক জটিল রোগে আক্রান্ত এক বছর এক মাস বয়সী তাহসিনের চিকিৎসা সহায়তার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন আয়োজন করতে যাচ্ছে ‘কিন চ্যারিটি কনসার্ট-২০২৩। এতে স্টেজ মাতাবে ‘জলের গান ব্যান্ড’।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সংগঠনটির এক সাধারণ সভায় এই ঘোষণা দেন সভাপতি মাধুর্য চাকমা কৌশিক। এসময় সংগঠনের নবীন সদস্যদেরও বরণ করে নেওয়া হয়।
সংগঠনটির সভাপতি বলেন, কনসার্টটি আগামী ১৩ অক্টোবর শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কন্সার্টের টিকিট ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কিনের টেন্টে পাওয়া যাবে।
সভাপতি আরো বলেন, কন্সার্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জলের গান’ ব্যান্ড এবং একজন জনপ্রিয় শিল্পী। এছাড়াও থাকছে শাবিপ্রবির ‘রিম মিউজিক্যাল ক্লাব’, নোঙ্গর এবং সিলেটের অন্যতম মিউজিক্যাল ব্যান্ড অ্যাক্স আলফা।
সংগঠনটির প্রকাশনা সম্পাদক ইনজামামুল হক ইরাম বলেন, এই কন্সার্টটি ‘অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট’ নামক জটিল হৃদরোগে আক্রান্ত কিন স্কুলের একজন শিক্ষার্থীর ভাই এক বছর এক মাস বয়সী তাহসিনের চিকিৎসায় সহায়তার জন্য আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” এই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন কিনের যাত্রা শুরু হয় ২০০৩ সালের ৩০শে জানুয়ারি। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে কিন পাড়ি দিয়েছে সুদীর্ঘ পথ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক