বিনোদন ডেস্ক
মন্দিরার সাথে কোন প্রেমে মজেছেন নায়ক শরিফুল রাজ
নায়ক শরিফুল রাজ এবং নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। ছবি- সংগৃহীত
নায়ক শরীফুল রাজ। সিনেমা দিয়ে আলোচনায় না এলেও পরীমনি কাণ্ডে তাকে চেনেন না এমন কেউ নেই। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি প্রাচীন ঘরানার ছবিতে অভিনয় করেছেন রাজ। এতে তাঁর নায়িকা হয়েছিলেন মন্দিরা চক্রবর্তী। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন শরিফুল রাজ ও মন্দিরা। এবার সেই পালে লেগেছে প্রেমের হাওয়া। গুঞ্জন উঠেছে- মন্দিরার সাথে কোন প্রেমে মজেছেন নায়ক শরিফুল রাজ?
গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ছবিটি নিয়ে কথা বলতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে মন্দিরা রাজকে। এরপর থেকেই গুঞ্জন প্রেম করছেন তারা। বিষয়টি নিয়ে মন্দিরা কথা বললেও চুপ ছিলেন রাজ। এবার তিনি মুখ খুললেন এই বিষয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন, নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী ও মেধাবী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সফলতা পেয়েছে। আর সেই সিনেমার প্রচারণায় আমাদেরকে একসঙ্গে বের হতে হয়েছে। মানুষ এগুলো অন্যভাবে নিয়েছে। গুঞ্জন ছড়িয়েছে প্রেম নিয়ে।
শরীফুল রাজ আরও বলেন, এমনটা সব সিনেমার সময়ই হয়ে থাকে। সব নায়ক-নায়িকাদের নিয়েই এমন গুঞ্জনের রেওয়াজ আছে। এর আগে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, বিনোদন জগৎ বিনোদন পাচ্ছে, মানুষও বিনোদন পাচ্ছে। পেতে থাকুক, সমস্যা কী?
প্রসঙ্গত, ‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই সিনেমাটি রয়েছে দর্শকদের আলোচনায়।
মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’। এতে তার সঙ্গে দেখা যাবে স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়কে।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান