আই নিউজ প্রতিবেদক
এইচএসসির ফলে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ধ্বস
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর প্রকাশ করা হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার কমার পাশাপাশি ধ্বস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। অন্যদিকে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের থেকে ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে মেয়েরা।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের শুভ উদ্বোধনের আগে গণভবনে প্রধানমন্ত্রী বলছিলেন, একটু না বললেই নয়, দেখা যাচ্ছে ছাত্রীদের পাশের হার বেশি। এটার জন্য ধন্যবাদ। কিন্তু ছেলেরা কেন পিছিয়ে থাকলো এটা খুঁজে বের করতে হবে। প্রতিবারই দেখি মেয়েদের পাশের হার বেড়ে যাচ্ছে।
এ সময় তিনি বলেন, ছেলেদের থেকে মেয়েরা ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে। এছাড়া জিপিএ ৫’তেও এগিয়ে আছে ছাত্রীরা। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনও দেয় না। তবে আমরা এগিয়ে যাচ্ছি।
এ ছাড়াও, ছাত্রদেরকে পড়াশোনার বিষয়ে আরও গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সময় জেন্ডার সমতা নিয়ে খুব কথা হতো। এখন দেখছি ছেলেরা পিছিয়ে পড়ছে। এ সময় হাসিমুখে, ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার কথাও বলেন তিনি।
২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ শমিক ৬৪ শতাংশ।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন। এরপর পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসে জানা যাচ্ছে। এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ বছর সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধুমাত্র ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।
প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পরই বেলা ১১টা থেকে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।
দুপুর ২টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। শেষ হয় ২৫ সেপ্টেম্বর।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- কেন পড়ব সমাজকর্ম?
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া