Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ১৭ অক্টোবর ২০২০

তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা মায়ের

ফাইল ছবি

ফাইল ছবি

তিন কন্যা সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। এ ঘটনায় জড়িত থাকা সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঘটে রোমহর্ষক এই ঘটনা। হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই শিশুদের বয়স যথাক্রমে আট মাস, তিন বছর ও আট বছর।

দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে এক নারী পুলিশের কাছে ফোন করে তার তিন সন্তানকে হত্যা করাসহ নিজের আত্মহত্যার চেষ্টার কথা জানায়।

এ ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডোনাস্টাড ডিস্ট্রিক্টের একটি অ্যাপার্টমেন্ট থেকে ৩১ বছর বয়সী সেই নারীকে আহত অবস্থায় আটক করাসহ তার সন্তানদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা শিশুদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়