আই নিউজ ডেস্ক
আপডেট: ১৮:৪০, ১৯ ডিসেম্বর ২০২৩
দাউদ ইব্রাহিম হাসপাতালে ভর্তি, মৃত্যুর খবর গুজব
ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া দাউদ ইব্রাহিম। ছবি- সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। যদিও সত্যিকার অর্থে তিনি মারা যান নি। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভারতের এই মোস্ট ওয়ান্টেড মাফিয়া।
গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ। হাসপাতালের একটি ফ্লোর একেবারে খালি করে দেয়া হয়েছে তার জন্য। চিকিৎসক ও পরিবারের একেবারে ঘনিষ্ঠরা ছাড়া কেউই দেখা করতে পারছেন না দাউদের সঙ্গে। একাধিক সূত্রের বরাত দিয়ে এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সূত্রের খবর, গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ। হাসপাতালের একটি ফ্লোর একেবারে খালি করে দেয়া হয়েছে তার জন্য। চিকিৎসক ও পরিবারের একেবারে ঘনিষ্ঠরা ছাড়া কেউই দেখা করতে পারছেন না দাউদের সঙ্গে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করছে মুম্বাই পুলিশও। তারা দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে।
এর আগে গত কয়েকদিন আগে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর পাকিস্তানের করাচিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার ‘এক্সের’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টের স্ক্রিন শট জাল করে এ খবর ছড়ানো হয় বলে জানা যায়।
দাউদ ইব্রাহিমকে বিষপ্রয়োগ করা হয়েছিল, এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখান তিনি মারা যান বলে খবরটি ছড়িয়ে যায়। তবে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ছোটা শাকিল সিএনএন নিউজ-১৮কে জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বেঁচে আছেন এবং সুস্থ আছেন। খবর এনডিটিভি, নিউজ ১৮
দীর্ঘদিন ধরেই করাচিতে থাকেন দাউদ। কিছু দিন আগে জানা গিয়েছিল, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর শীর্ষস্থানীয় একটি সাম্মানিক পদে দাউদকে বসানো হয়েছে।
ফ্রি প্রেস জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছিল, পাক আইএসআইয়ের সহকারী ডিরেক্টর জেনারেল (এডিজি) হিসাবে দাউদকে আনা হয়েছে।
মুম্বাইয়ের পুলিশ কনস্টেবলের ছেলে দাউদ আশির দশকে ভারত থেকে পালিয়ে দুবাই যান। সেখান থেকে পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ হয়। জনশ্রুতি আছে, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন দাউদই। পাকিস্তান থেকে এই হামলা পরিচালনা করেছিলেন তিনি।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!