আই নিউজ প্রতিবেদক
দ্বাদশ নির্বাচনে ২২২টি আসন নৌকার, স্বতন্ত্রের ৫৮
দ্বাদশ নির্বাচনে ২২২টি আসনে নৌকার জয়। ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়ী হয়েছে। সারাদেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয় ৭ জানুয়ারি। যার মধ্যে ২২২টি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। আর আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্রে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন ৫৮ আসনে। যা নির্বাচনের আগের প্রত্যাশার চাইতে অনেক বেশি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ চলে। এরপর বিকেলে ভোট গণনার পর একে একে ফলাফল ঘোষণা করতে থাকে নির্বাচন কমিশন। সোমবার (৮ জানুয়ারি) কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন এবার নির্বাচনে একচল্লিশ দশমিক আট শতাংশ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, দ্বাদশ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের নৌকা। আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও না পাওয়া প্রার্থীদের মধ্যে জয়ী হয়ে এসেছেন ৫৮ জন। এই নির্বাচনে আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে মাত্র ১১ আসনে।
এর বাইরে আওয়ামী লীগের শরিকদের মধ্যে ওয়াকার্স পার্টি একটি এবং জাসদ একটি মোট ২টি আসনে জয় পেয়েছে। আওয়ামী লীগের বাইরের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় এসেছে ৪টি আসনে। আর কল্যান পার্টির প্রার্থী একটি আসনে জয় পেয়েছে।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, গত রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জয়ী ২৮০ জনই আওয়ামী লীগের মনোনীত ও দলটির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর বাইরে নির্বাচিত ১৩ জন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক ও মিত্র। এবার সংসদে মাত্র পাঁচজন সাংসদ থাকবেন যারা আওয়ামী লীগের বাইরে থেকে এসেছেন বা ভিন্ন দল-মতের প্রার্থী।
৭ জানুয়ারি সারাদেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৮ আসনের। এরমধ্যে আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৯৪.৩০ শতাংশ।
উল্লেখ্য, ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের