নিজস্ব প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে পুলিশ আহত
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ কাওসার। তিনি ১৬ এপিবিএন-এর কনস্টেবল।
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে এ সময় মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্ককাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা