Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ১০ জানুয়ারি ২০২৪

হবিগঞ্জ সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হবিগঞ্জ সদর সদর হাসপাতালের মেডিসিন বিভাগে বিনা চিকিৎসা ও ওষুধপত্র না পেয়ে সত্তোর্ধ এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর পর তাঁর লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি শায়েস্তাগঞ্জের একটি সড়কের পাশ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালের মেডিসিন বিভাগে রেখে চলে যান অজ্ঞত কেউ। এরপর আর তার খবর কেউ নেয়নি। এদিকে হাসপাতালে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে, অন্য রোগীরা জানিয়েছেন, মেঝেতে পড়ে থাকলেও কোনো ডাক্তার কিংবা নার্স তার ধারে কাছে ভিড়েননি। দরিদ্র ও অজ্ঞাত রোগীদেরকে হাসপাতালে অবস্থিত সমাজসেবা অফিস থেকে সহায়তা করার কথা থাকলেও তারা এ বিষয়ে কিছুই করেনি। রোগীদের ধারণা, বিনাচিকিৎসায় অজ্ঞাট ওই লোক মারা গেছেন। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ওই অজ্ঞাত ব্যক্তি হাসপাতালের বারান্দায় মারা যান। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, আমরা অজ্ঞাত ব্যক্তিকে সনাক্তের চেষ্টা করছি। এখন পর্যন্ত সন্ধান মিলেনি। 

আজ (১০ জানুয়ারি) সন্ধান না পেলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ