Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ জুলাই ২০১৯
আপডেট: ০৬:৪৫, ২৫ জুলাই ২০১৯

ঢাবি’র ভর্তিতে এমসিকিউ ৭৫ ও লিখিত ৪৫ নম্বরের

আইনিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৭৫ নম্বরের এমসিকিউ ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৪ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিষয়ক সাধারণ কমিটির সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এর আগে ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হতো।

সভায় ৭৫ নম্বরের এমসিকিউ এর জন্য ৫০ মিনিট এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবছর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর , ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে। এছাড়া ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর এবং  ২৮ সেপ্টেম্বর (অংকন) অনুষ্ঠিত হবে।

এসডি/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়