Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০৭:৩০, ২ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:১৮, ২ আগস্ট ২০১৯

ডেঙ্গু জ্বর : ঈদে সারাদেশে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা কতটা

বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন কোরবানীর ঈদে দেশের গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়বে ডেঙ্গু। কারণ তখন ঢাকা থেকে বাড়ি ফিরবেন অনেক মানুষ। এদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীও থাকবেন অনেকেই।

আইনিউজ ডেস্ক: মূলত ডেঙ্গুর প্রকোপ রাজধানী ঢাকা থেকে শুরু হলেও কম সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে সারাদেশে। গত কিছুদিন ধরে প্রতিদিন গড় পাঁচশো জন ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত হচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে আসন্ন কোরবানীর ঈদে ডেঙ্গু ব্যাপকহারে ছড়িয়ে পড়বে গ্রামে-গঞ্জেও। কারণ এসময় ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে বাড়ি ফিরবেন অনেক মানুষ।

এসময়ে কতো স্বাস্থ্য ঝুঁকির আশংকা কতোটা- এমন এক প্রশ্নের জবাবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মেহেরজাদী সাব্রিনা ফ্লোরা  বিবিসি বাংলাকে জানান, ঢাকা থেকে যারা যাবেন তাদের মধ্যে একটা অংশ কোনো না কোনো ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকতে পারেন।

তিনি জানান, কিন্তু এদের মধ্যে কারও হয়তো জ্বর থাকবে, আবার কারও হয়তো তখনো জ্বর নেই কিন্তু পরে জ্বর হতে পারে। তাই এটা প্রতিরোধে, কারও যদি জ্বর থাকে তাহলে তিনি যেন ভ্রমণ না করেন। জ্বর থাকলে যেন পরীক্ষা করে নিশ্চিত হন যে এটা ডেঙ্গু কি-না"।

মেহেরজাদী সাব্রিনা ফ্লোরা আরো জানান, আবার কারও কারও হয়তো জ্বর তখন হয়নি কিন্তু তার মধ্যে ইনফেকশন ঢুকে আছে। কিন্তু জ্বর না হওয়ায় তিনি টের পাননি। তিনি হয়তো চলে যাবেন। এভাবে ভাইরাস দেশের অন্য অঞ্চলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়