Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

প্রকাশিত: ১৪:৪৯, ১১ জুন ২০১৯
আপডেট: ১৩:১০, ১২ জুন ২০১৯

গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলনের হুমকি বাম গণতান্ত্রিক জোটের

আইনিউজ ডেস্ক: নতুন করে গ্যাসের মূল্য বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করা হলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার ( ১০ জুন ) এ যৌথ বিবৃতি দেন জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, পরিচালনা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, শাহ আলম, সাইফুল হক, মুবিনুল হায়দার চৌধুরী, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, হামিদুল হক, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক আব্দুস সাত্তার, আকবর খান, ফিরোজ আহমেদ। জোটের নেতারা পুনরায় গ্যাসের মূল্য বাড়ানোর পাঁয়তারায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলেন, জ্বালানি খাতের সঙ্কটের জন্য সরকারের দুর্নীতি, ভুল নীতিই দায়ী, এর খেসারত জনগণ কেন দেবে? বিবৃতিতে বলা হয়, এনার্জি রেগুলেটরি কমিশন গত মার্চে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি করেছে। কিন্তু আইনে আছে কোনো প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় থাকলে দাম বৃদ্ধির প্রস্তাব করতে পারবে না এবং এ জন্য গণশুনানি হতে পারে না। রেগুলেটরি কমিশন ও সরকার নিজেদের তৈরি আইন নিজেরাই ভঙ্গ করে চলেছে। গ্যাসের ৬টি বিতরণ কোম্পানির মধ্যে ৫টি লাভে আছে, একটি লোকসানে আর একটি সঞ্চালন কোম্পানিও লাভে আছে। ফলে আইন অনুযায়ী কমিশনের গণশুনানি অবৈধ। বাম জোটের পক্ষ থেকে গণশুনানিতে উপস্থিত হয়ে এ যুক্তি তুলে ধরা হয়। কমিশন এর কোনো সদুত্তর দিতে পারেনি। গণশুনানিতে জোটের পক্ষ থেকে গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের জন্যও আহ্বান জানানো হয়। বিবৃতিতে গ্যাস ও জ্বালানি খাতে সরকারের গৃহীত ভুল নীতি ও দুর্নীতি বন্ধ এবং অযৌক্তিক দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। এসটি/ইএন  
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়