Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ৬ এপ্রিল ২০২৩

খানসামায় ২ ডলার ব্যাবসায়ী আটক

গ্রেফতার হওয়া দুই ডলার ব্যবসায়ী। ছবি- আই নিউজ

গ্রেফতার হওয়া দুই ডলার ব্যবসায়ী। ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ এপ্রিল) দুপুরে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে ডলার প্রতারণা করার সময় স্থানীয় লোকজনের হাতে প্রথমে আটক হন মো. আরিফুল ইসলাম (২৯)। পরে তার দেয়া তথ্যমতে অপর প্রতারককে গ্রেফতার করে পুলিশ।  

আটক মো. আরিফুল ইসলাম (২৯) আঙ্গারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ জানায়, আটকের পর ভাবকী ইউপিতে নিয়ে আসার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের নির্দেশনায় এবং ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে  আটক হয়  খানসামা উপজেলার ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল হক শেফা (৪৫) কে। শেফা আঙ্গারপাড়া গ্রামের মৃত তবির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, মূল হোতা শেফা একাধিক মামলার আসামি। আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি। ডলার চক্রের মূল হোতাসহ সহযোগীকেও আটক করেছি। তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ