Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া

প্রকাশিত: ১৯:০০, ২০ মে ২০২৩
আপডেট: ১৯:০২, ২০ মে ২০২৩

বানারীপাড়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের কাছে গ্রেফতার লিমা খানম। ছবি- আই নিউজ

পুলিশের কাছে গ্রেফতার লিমা খানম। ছবি- আই নিউজ

বরিশালের বানারীপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ  মোসা. লিমা খানম (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ শনিবার (২০ মে) বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণির নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মাছ রং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

লিমা খানম ওই এলাকার মৃত সাইফুল হাওলাদারের মেয়ে এবং চিহৃিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারের পর এসময় তার কাছ থেকে সাড়ে ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যপারে  পুলিশ বাদী হয়ে  বানারীপাড়া থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে ওইদিন দুপুরে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, জিরো টলারেন্সে অবস্থান নিয়ে সর্বনাশা মাদক নির্মুলে মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ