প্রকাশিত: ০৮:২৯, ২৬ মে ২০১৯
আপডেট: ০৮:২৯, ২৬ মে ২০১৯
আপডেট: ০৮:২৯, ২৬ মে ২০১৯
টিকিট সংগ্রহে শেষ দিনের যুদ্ধ আজ
আইনিউজ ডেস্ক: ঈদে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট ক্রয়ের শেষ দিনের যুদ্ধ আজ। গত চারদিনের মতো আজ রবিবারেও চট্টগ্রাম রেল স্টেশনে ছিলো যাত্রীদের উপছে পড়া ভিড়।
গত চার দিনের শেষ দিনেও অনলাইন ভিত্তিক রেল অ্যাপ সেবা থেকে টিকিট কিনতে পারেন নি বলে অভিযোগ করেন যাত্রীরা। ফলে সেহরি খেয়ে না খেয়েই অনেকে ছুটে এসেছেন রেল স্টেশনে। কিন্তু স্টেশনে এসেও কোনো কূল কিনারা পাচ্ছেন না তাঁরা। পুরুষের পাশাপাশি নারীরাও দাঁড়িয়ে আছেন লাইন ধরে। টিকিট নিয়ে অভিযোগের শেষ নেই যাত্রীদের।
যাত্রীরা জানান, কাউন্টার থেকে ধীরগতিতে টিকিট দেওয়া হচ্ছে। প্রতি আধ ঘন্টাতে ১০ জন যাত্রীও টিকিট পাচ্ছেন না। তাই কবে টিকিট পাবেন এ নিয়ে দুঃশ্চিন্তায় আছেন যাত্রীরা। এদিকে আজকেই আগাম ট্রেনের টিকিট সংগ্রহের শেষ দিন বলে জানিয়েছে রেল কতৃপক্ষ।
অন্যদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা করে রেল কতৃপক্ষ। ৫০ ভাগ টিকিট অনলাইন থেকে সংগ্রহ করার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন ভিত্তিক রেল অ্যাপ 'সেবা' থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন না যাত্রীরা। সেই সঙ্গে মাঝে মাঝেই সার্ভার হ্যাংয়ের অযুহাতে টিকিট বিক্রি স্থগিত থাকায়ও ক্ষোভ জানান যাত্রীরা।
যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা অনেকেই গতকাল শনিবার রাতে স্টেশনে এসেছিলেন টিকিটের জন্য। কিন্তু আজ দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েও টিকিট সংগ্রহ করতে পারেন নি। তাঁরা বলেন, 'শেষ পর্যন্ত টিকিট পাব কি না তা নিয়ে সন্দেহ আছে। তারপরও আশা ছাড়ছি না। '
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়