Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১০, ২৯ এপ্রিল ২০২১

এবার কাদের মির্জার বিরুদ্ধে জিডি করল পুলিশ

কাদের মির্জা

কাদের মির্জা

কোম্পানীগঞ্জ থানার এক উপপরিদর্শককে (এসআই) হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে সহযোগী আবদুল হামিদ প্রকাশ ওভি হামিদের মুঠোফোন থেকে এসআই রিয়াদুল হাসানকে কাদের মির্জা নিজে এ হুমকি দিয়েছেন। এ নিয়ে ওই রাতেই পুলিশের পক্ষ থেকে মেয়র কাদের মির্জার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে হুমকি ও জিডির বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, কর্তব্যরত একজন পুলিশ অফিসারকে হুমকিমূলক কথা বলায় তা সাধারণ ডায়রিতে নথিভুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে মতামত জানতে মেয়র আবদুল কাদের মির্জাকে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ