Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৮, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩১, ৩০ এপ্রিল ২০২১

খাগড়াছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে প্রাণ গেছে তিন শিশুর। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার লতিবান ইউনিয়নের কারিগড় পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের তিন জনের মধ্যে দু’জন একই পরিবারের শিশু, আপন ভাই বোন। তারা হলো- কারিগরপাড়া এলাকার বাসিন্দা সুমন ত্রিপুরার কন্যা খুমবারটি ত্রিপুরা (৮) ও ছেলে আব্রাহাম ত্রিপুরা (৫)। এছাড়া অপর শিশু একই এলাকার বাসিন্দা তাপস ত্রিপুরার ছেলে প্রাণটি ত্রিপুরা (৭)। 

স্থানীয় ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা বলেন, বাড়ির সবাই যখন নানা কাজে ব্যস্ত তখন খেলার ছলে বাড়ির পাশের একটি ছড়ায় গোসল করতে নামে ওই তিন শিশু। বাঁধ দেয়ার কারণে ছড়ার গভীরতা বেড়ে যাওয়ায় তাদের এ পরিণতি হয়েছে।

বেলা ১১টার দিকে মরদেহ ভেসে ওঠায় তা স্থানীয়দের নজরে আসে। পরে তাদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন বলেন, দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ