Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১ মে ২০২১
আপডেট: ১০:০৭, ১ মে ২০২১

কক্সবাজারের আবাসিক হোটেলে তরুণীর মরদেহ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকলেও এবার কক্সবাজারের এক আবাসিক হোটেলে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ৩টার শহরের কলাতলীতে সি পার্ল-২ নামের আবাসিক হোটেল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, হোটেলের কর্মী বেড পরিষ্কার করতে গিয়ে তরুণীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনের মাধ্যমে হোটেলের ৬-ডি কক্ষে উঠেন দু' তরুণ-তরুণী। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের সাড়া-শব্দ না পেয়ে কেয়ারটেকার বিকল্প চাবি ব্যবহারের মাধ্যমে কক্ষটি খুললে ফ্যানের সাথে তরুণীর মরদেহ ঝুলতে থাকে বলে দাবি তাদের।

তবে এই ঘটনায়  মেয়েটির সাথে যে ছেলেটি ছিল সেই পলাতক বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার সকালের কোন এক সময় তরুণীকে হত্যা বা তরুণী আত্মহত্যা করেছে।

তরুণীর কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্রে তরুণীর ঠিকানা টেকনাফের হ্নীলা বলে জানা গেছে। 

ঘটনাটি নিশ্চিত করে এ বিষয়ে সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস গণমাধ্যমকে জানান, হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লকডাউনে নিষেধাজ্ঞার মাঝে কেন হোটেলে অতিথিদের রুম ভাড়া দেয়া হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ