Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ১ মে ২০২১
আপডেট: ১৫:৫৯, ১ মে ২০২১

বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৬ এর কাছে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (২৭)। তিনি উপজেলার ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধপথে ইয়াবা আনতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে যান। সন্ধ্যায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ৬ গুটালু ক্যাম্পের বিএসএফের টহল দলের নজরে পড়েন। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন রাশেদুল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে তাকে আটক করেছে তা আমার জানা নেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ