Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ৭ মে ২০২১
আপডেট: ০০:২৬, ৮ মে ২০২১

গাছ কাটাকে কেন্দ্র করে আনসার-এলাকাবাসী সংঘর্ষ, আহত ৯

গাছ কাটাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় আনসার সদস্যদের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার পৌরশহরের নাচনাপাড়া এলাকায় আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় আনসার ব্যাটালিয়ন সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় নারীসহ নয়জন আহত হন। এদের মধ্যে নুর আলম (৪০) ও তানিয়াকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন আনসার সদস্য আহতের দাবি করলেও কেউ নাম জানায়নি। 

স্থানীয়দের অভিযোগ, ১৯৮৯ সালে আনসার ক্যাম্প বাউন্ডারির মসজিদটি তারা নির্মাণ করেন। করোনা পরিস্থিতির কারণে ওই মসজিদে বাইরের লোকজনকে নামাজ পড়তে নিষেধ করা হয়। যার প্রেক্ষিতে বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা একটি পাঞ্জেগানা মসজিদ তৈরি করেন। সেখানকার মসজিদ ঘরের সমস্যার জন্য বন বিভাগে দুটি গাছ কাটা হচ্ছিল। ওই গাছ কাটতে বাধা দেন আনসার সদস্যরা। এ সময় আবুল কালাম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয়রা আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দ্রুত পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আহতরা আনসার সদস্যদের দায়ী করে জানান, বিনা অন্যায়ে তারা একজনকে ধরে নিয়ে মারধর করেছে। এরপর আনসার সদস্যরা সবাই একযোগে সাধারণ মানুষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ