নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫১, ৮ মে ২০২১
চট্টগ্রামের একজন মানবিক মোবারক আলী

করোনাকালীন সময়ের শুরু থেকে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে আছেন মানবিক তরুণ মোবারক আলী। নিজেকে অসহায় মানুষদের সেবক ভেবেই কাজ করে যাচ্ছেন তিনি। পেশায় একজন ব্যাংকার। কর্মরত আছেন বেসরকারি ব্যাংকে।
শুক্রবার (৭ মে) বিকেলে পাঁচশজন সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষদের জন্য ইফতার সাজিয়ে রেখে দেওয়া হয় এই জায়গায়। সুবিধাবঞ্চিতরা তাদের পরিবার পরিজন নিয়ে ইফতার নিজেরাই নিয়ে যান। এই উদ্যেগটিই নিয়েছেন চট্টগ্রামের তরুণ সমাজসেবক মোবারক আলী।
ছবিতে আমরা যেভাবে দেখতে পাই, এটি ইউরোপ কিংবা দুবাই শহরের কোনো চিত্র নয়। এটি চট্টগ্রাম সি.আর.বি হিলের শিরিশতলা।
দেশের এ ক্রান্তিলগ্নে তিনি দাঁড়াচ্ছেন অসহায়, কর্মহীন মানুষগুলোর পাশে। এছাড়াও তিনি শতশত মানুষের কাছে প্রতিদিন চট্টগ্রাম শহরের অলিগলিতে স্বেচ্ছাসেবক টিম নিয়ে পৌঁছে দেন ইফতারসামগ্রী।
শুধু ইফতারই নয়, সরকার ঘোষিত চলমান লকডাউনে মানুষের মধ্যে সচেতনতায় লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে করোনা প্রতিরোধে যুদ্ধ শুরু করেন মোবারক আলী।
তিনি আইনিউজকে জানান, লকডাউনের প্রথম দিন (১৪ এপ্রিল) থেকে প্রতিদিন নগরীর ৫০ টি অসহায় দরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী উপহার হিসেবে নিজে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারদের নিঃসংকোচে বাজার সামগ্রী, খাদ্য সামগ্রী বিভিন্ন অলিগলিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
একইসাথে একেবারে শুরু থেকেই স্বেচ্ছায় করোনা রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহ করে আসছেন মোবারক আলী। গত বছর তিনি পাঁচ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ও একশ’ করোনা রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পোঁছে দিয়েছেন। তাঁর এই উদ্যোগে সার্বিক সহযোগিতা নিয়ে পাশে ছিলেন রাশেদ আলী ও রবিউল ইসলাম তুহিন
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন