Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নোয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫২, ৭ মে ২০২১
আপডেট: ০০:২৮, ৮ মে ২০২১

এক বোঁটায় ৩০ লাউ!

এক বোঁটায় ৩০টি লাউ

এক বোঁটায় ৩০টি লাউ

নোয়াখালীর চাটখিলে এক বোঁটায় (ডগায়) ৩০টি লাউ ধরেছে। এমন ফলন দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লাউ দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছে।

উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরষোত্তমপুরে জাহাঙ্গীর আলম-রেহানা বেগম দম্পতির বাড়ির একটি গাছের এক বোঁটায় ৩০টি লাউ ধরেছে।

আমের মতো বোঁটায় ঝুলে আছে লাউগুলো। একেকটি লাউয়ের ওজন হবে ২০০ গ্রামের মতো। লাউগুলো এখনো পরিপক্ক হয়নি। নতুন করে আরো কিছু ফুল আসছে একই গাছে। 

রেহানা বেগম জানান, স্থানীয় বাজার থেকে চারা কিনে নিজ বাড়িতে লাগিয়েছেন। শুরুর দিকে গাছে তেমন লাউ হয়নি। ১০-১২ দিন আগে হঠাৎ তিনি এক বোঁটায় এতগুলো লাউ দেখতে পান। প্রথমে ভেবেছিলেন লাউ নয়, অনেকগুলো আম ঝুলে আছে। খবরটি ছড়িয়ে পড়ায় এক সপ্তাহ ধরে বিভিন্ন গ্রামের মানুষ লাউগুলো দেখতে আসছে।

স্থানীয় এক বাসিন্দা রিয়াদ হোসেন জানান, এক বোঁটায় এতগুলো লাউ একসঙ্গে এই প্রথম দেখেছেন তিনি। প্রথমে শুনে অবাক হয়েছিলেন। তাই দেখতে ছুটে এসেছেন।

চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এক বোঁটায় সাধারণত এতগুলো লাউ হয় না। এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হওয়ার কারণে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে এতগুলো লাউ ফলেছে। এছাড়া জিন মিউটেশনের কারণেও এমনটা হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ