নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫০, ৮ মে ২০২১
ঘরমুখো যাত্রীদের ঘাটে যাওয়া ঠেকাতে চেকপোস্ট

দেশে চলমান বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া রুটে ফেরিসহ সব নৌযান চলাচল। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
নিষেধাজ্ঞা অনুযায়ী ঘরমুখো মানুষজনের ঘাটে যাওয়া ঠেকাতে শনিবার সকাল থেকে সাভারের নবীনগর, ধামরাইয়ের পরে বারবাড়িয়ায় এবং শিবালয় উপজেলার টেপরায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব জায়গা থেকে লোকজনকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
শিবালয়ের টেপরা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে উপজেলা প্রশাসন। ঢাকা থেকে আসা যাত্রীদেরকে বাধ্যতামূলকভাবে ফিরে যেতে বলা হচ্ছে। ফলে গন্তব্যস্থলে যেতে পারছেন না অধিকাংশ লোক।
শিবালয় থানার ওসি ফিরোজ কবীর বলেন, শিবালয়ের টেপরা বাসস্ট্যান্ড থেকে যাত্রী হিসেবে ঢাকা থেকে আসা সবাইকে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র পণ্যবাহী ও জরুরি পরিবহন ছাড়া হচ্ছে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার দিনের বেলা কোনো ফেরি ছাড়বে না। শুধু রাতে পণ্যবাহী ও জরুরি পরিবহণ পারাপারের জন্য ফেরি চলাচল করবে। দুটি লাশবাহী গাড়ি ঘাটে আসায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ১০টার দিকে মাধবীলতা নামে ছোট একটি ফেরি পাটুরিয়া ছেড়ে গেছে। এ ছাড়া আর কোনো ফেরি ছাড়ার কোনো সুযোগ নেই।
এ ছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া সংলগ্ন আরিচা থেকে পাবনার কাজিরহাট এলাকায় যেন কোনো ধরনের বিকল্প নৌযান চলাচল না করতে পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে নৌপুলিশ।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন