Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ৮ মে ২০২১
আপডেট: ১৪:৫০, ৮ মে ২০২১

ঘরমুখো যাত্রীদের ঘাটে যাওয়া ঠেকাতে চেকপোস্ট

দেশে চলমান বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া রুটে ফেরিসহ সব নৌযান চলাচল। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

নিষেধাজ্ঞা অনুযায়ী ঘরমুখো মানুষজনের ঘাটে যাওয়া ঠেকাতে শনিবার সকাল থেকে সাভারের নবীনগর, ধামরাইয়ের পরে বারবাড়িয়ায় এবং শিবালয় উপজেলার টেপরায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব জায়গা থেকে লোকজনকে ফিরিয়ে দেয়া হচ্ছে।

শিবালয়ের টেপরা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে উপজেলা প্রশাসন। ঢাকা থেকে আসা যাত্রীদেরকে বাধ্যতামূলকভাবে ফিরে যেতে বলা হচ্ছে। ফলে গন্তব্যস্থলে যেতে পারছেন না অধিকাংশ লোক‌।

শিবালয় থানার ওসি ফিরোজ কবীর বলেন, শিবালয়ের টেপরা বাসস্ট্যান্ড থেকে যাত্রী হিসেবে ঢাকা থেকে আসা সবাইকে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র পণ্যবাহী ও জরুরি পরিবহন ছাড়া হচ্ছে।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার দিনের বেলা কোনো ফেরি ছাড়বে না। শুধু রাতে পণ্যবাহী ও জরুরি পরিবহণ পারাপারের জন্য ফেরি চলাচল করবে। দুটি লাশবাহী গাড়ি ঘাটে আসায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ১০টার দিকে মাধবীলতা নামে ছোট একটি ফেরি পাটুরিয়া ছেড়ে গেছে। এ ছাড়া আর কোনো ফেরি ছাড়ার কোনো সুযোগ নেই।

এ ছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া সংলগ্ন আরিচা থেকে পাবনার কাজিরহাট এলাকায় যেন কোনো ধরনের বিকল্প নৌযান চলাচল না করতে পারে সেজন্য কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে নৌপুলিশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ