Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১০ মে ২০২১
আপডেট: ১৬:৩৯, ১০ মে ২০২১

এবারও শোলাকিয়ায় হবে না ঈদ জামাত

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না ১৯৪তম ঈদুল ফিতরের জামাত।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদের নামাজ মসজিদে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে মাঠে নামাজ পড়া নিয়ে অনেক আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে জামাত অনুষ্ঠান করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তা ছাড়া বর্তমানে দেশে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। পরে উপস্থিত সবার মতামত নিয়ে শোলাকিয়া মাঠে এবার ঈদের জামাত বাতিল করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সরকার ইসলামিক ফাউন্ডেশনকে জামাতের বিষয়ে যে ১৮ দফা শর্ত দিয়েছে, তা যথারীতি মেনে প্রতিটি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

করোনা পরিস্থিতির কারণে গত বছরও শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়নি ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত। ২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার পরও ঈদের প্রতিটি জামাতে ছিল লাখো মুসল্লির সমাগম।

প্রসঙ্গত, জনশ্রুতি আছে ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ