Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ১৩ মে ২০২১
আপডেট: ০০:১৭, ১৪ মে ২০২১

যশোর হাসপাতাল থেকে ফের ভারতফেরত করোনা রোগীর পলায়ন

যশোর হাসপাতাল থেকে ইউনুস আলী গাজী (৪০) নামে ভারতফেরত এক রোগী পালিয়েছে। তিনি বৃহস্পতিবার (১৩ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। 

জানা গেছে, ভারত থেকে ফেরার সময় ইউনুস আলীর করোনা সংক্রান্ত রিপোর্টে পজেটিভ উল্লেখ ছিল। তাই তাকে জেলা প্রশাসন কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটি পাঠান। কিন্তু সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

ইউনুস আলী গাজী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, বিকেল ৫টা ৫ মিনিটে তাকে করোনা পজেটিভ রোগী হিসেবে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ গণমাধ্যমকে জানান, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রোগীকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক মো. শাহীন জানান, পালিয়ে যাওয়া রোগীকে ফিরিয়ে আনতে পুলিশ অভিযান শুরু করেছে।

এর আগেও গত ২৪ ও ২৫ এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ করোনা রোগী পালিয়ে যান। পরে ২৬ এপ্রিল রাতে সব রোগীকে আটক করে হাসপাতালে আনে পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ