যশোর প্রতিনিধি
আপডেট: ০০:১৭, ১৪ মে ২০২১
যশোর হাসপাতাল থেকে ফের ভারতফেরত করোনা রোগীর পলায়ন

যশোর হাসপাতাল থেকে ইউনুস আলী গাজী (৪০) নামে ভারতফেরত এক রোগী পালিয়েছে। তিনি বৃহস্পতিবার (১৩ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন।
জানা গেছে, ভারত থেকে ফেরার সময় ইউনুস আলীর করোনা সংক্রান্ত রিপোর্টে পজেটিভ উল্লেখ ছিল। তাই তাকে জেলা প্রশাসন কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটি পাঠান। কিন্তু সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
ইউনুস আলী গাজী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, বিকেল ৫টা ৫ মিনিটে তাকে করোনা পজেটিভ রোগী হিসেবে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ গণমাধ্যমকে জানান, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রোগীকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক মো. শাহীন জানান, পালিয়ে যাওয়া রোগীকে ফিরিয়ে আনতে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগেও গত ২৪ ও ২৫ এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ করোনা রোগী পালিয়ে যান। পরে ২৬ এপ্রিল রাতে সব রোগীকে আটক করে হাসপাতালে আনে পুলিশ।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন