Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ১৬ মে ২০২১
আপডেট: ১৬:২৫, ১৬ মে ২০২১

সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারসহ আহত দুই

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার (৫৫) ও কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী (৪৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ মে) সকালে উপজেলার মালিয়াট ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রকৌশলী প্রসেৎজিত বিশ্বাসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দেন। 

কালীগঞ্জ খাজুরা সড়কের টবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনিসহ উপজেলা ভাইস চেয়ারম্যান আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর শিবলী নোমানী কালীগঞ্জ উপজেলার যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ