Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ১৬ মে ২০২১
আপডেট: ২৩:২৫, ১৬ মে ২০২১

আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না: কাদের মির্জা

আবদুল কাদের মির্জা

আবদুল কাদের মির্জা

আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তবে সবসময় আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করে যাবেন।

রোববার (১৬ মে) বিকেল ৩টায় বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেয়া হয়েছে তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করেনি। আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকব।

বলেন, ‘আমি কোনো পদ-পদবিতে থাকব না। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করব। জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। আজকে দৃঢতার সঙ্গে ঘোষণা করছি, আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা থেকে কেউ কখনো আমাকে সরাতে পারবে না।’

তিনি মন্তব্য করেন, আমি দলের ছায়াতলে নতুন করে এসেছি।

এসময় কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ