Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ১৬ মে ২০২১
আপডেট: ০৯:২৩, ১৭ মে ২০২১

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসা তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ

ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসা তিন বাংলাদেশী শিক্ষার্থীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

রোববার (১৬ মে) বিকেলে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই তিন শিক্ষার্থী বুড়িমারী স্থলবন্দরে প্রাতিষ্ঠানিক আবাসিক হোটেল ‘সাম টাইমে’ কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা প্রশাসন তাদের নজরদারিতে রেখেছে। শিক্ষার্থীর করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হবে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানায়, রোববার (১৬ মে) দুপুর ২টার দিকে ভারত থেকে এক বাংলাদেশী বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশি পাঁচ সদস্যের একটি পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভারতের চ্যাংরাবান্ধা দিয়ে ফেরত গেছেন।

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২৬ এপ্রিল (সোমবার) বাংলাদেশ থেকে ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এসময় ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করা শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা আটকা পড়েন ভারতে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারেন্টাইনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ