নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:২৬, ১৭ মে ২০২১
স্পিডবোট ডুবিতে ২৬ প্রাণহানি: চালক শাহ আলম কারাগারে

গত ৩ মে পদ্মায় বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের ধাক্কায় ২৬ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি স্পিডবোট চালক শাহ আলমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে মাদারীপুর কোর্টে হাজির করে নৌপুলিশ। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. সাইদুর রহমানের আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
গত ৩ মে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩১ যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এতে সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৪ লাশ উদ্ধার করা হয়। ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।
তখন স্পিডবোট চালক শাহ আলমকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর বংঙ্গবন্ধু মেডিকেল কলেজে ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক।
এদিকে এ দুর্ঘটনায় ৩ মে রাতে স্পিডবোট চালক শাহ আলমকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মাদারীপুরের শিবচর থানায় মামলা করে নৌপুলিশ।
রোববার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে শিবচর থানায় হস্তান্তর করে নৌপুলিশ।
এর আগে শিবচর হাসপাতাল কর্তৃপক্ষ স্পিডবোর্ড চালক শাহ আলমের ডোপ টেস্ট করে মাদকাসক্তের আলামত পায়। তাই এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি স্পিডবোট চালানোর সময় চালক শাহআলম নেশাগ্রস্ত ছিল বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন