Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ১৭ মে ২০২১
আপডেট: ০৯:৪৩, ১৮ মে ২০২১

পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর। মাঝপথে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে তারা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের নগরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের নাম- নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুর গাজী (১৭), লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল জমাদ্দারের ছেলে তুর্য জমাদ্দার (১৭) এবং শহরের আব্দুল মান্নানের ছেলে সান (১৭)।

সোমবার (১৭ মে) সকালে মোটরসাইকেল যোগে তারা পদ্মা সেতু দেখতে যায়। সন্ধ্যার ফেরার সময় মাওয়া-নড়াইল মহাসড়কের জয় বাংলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তুর্য ও রাউফুর রহিম নিহত হন।

স্থানীয়রা গুরুতর জখম সানকে উদ্ধার করে প্রথমে মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। গোপালগঞ্জ এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যে সান মারা যান।

নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম-বার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট যারা পরেন না তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছে। নিয়ম মানলে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটতো না।

নিহত রাউফুর রহিমের চাচা গাজী মাহফুজুর রহমান জানান, এরা তিন বন্ধু সোমবার দুপুরে মাওয়া এলাকায় পদ্মা সেতু দেখতে গিয়েছিলো। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ বাড়িতে আনার জন্য পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ