Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ২১ মে ২০২১
আপডেট: ২১:৫৭, ২১ মে ২০২১

টেকনাফে ১০ দিনের লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ২১ মে (শুক্রবার) থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী গণমাধ্যমকে জানান, টেকনাফ একটি সীমান্ত শহর ও রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকা। কাজের প্রয়োজনে এখানে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া গত কয়েকদিনে টেকনাফে করোনা শনাক্তের হার বেড়েছে। তাই সব মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফে ১০ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পারভেজ চৌধুরী বলেন, ঘোষিত লকডাউনে কেউ টেকনাফ উপজেলার বাইরে যেতে পারবেন না। এছাড়া বাইর থেকে কেউ টেকনাফে ঢুকতে পারবেন না। লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার মাইকিং করে এ ব্যাপারে জনসাধারণকে জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ