বান্দরবান প্রতিনিধি
আপডেট: ০৯:৫৮, ২২ মে ২০২১
বান্দরবানে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের ঘর থেকে স্ত্রী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৫০), সন্তান রাফি আক্তার (১৬) ও দশ মাস বয়সী সন্তান নুরি।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিবেশীরা সারা দিন ওই পরিবারের কোনো সাড়াশব্দ না পেয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাদের খোঁজ করার জন্য বাসায় যায় । বাসার প্রধান দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তারা বাসার খোলা জানালা দিয়ে দুই রুমের বিছানায় আলাদাভাবে তিনজনকে শোয়া দেখতে পায়।
পরে রাত ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ একে একে এই তিনজনের লাশ উদ্ধার করে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং বাসার আসবাবপত্র ভাঙচুর করা অবস্থায় পাওয়া যায়।
প্রবাসী নুর মোহাম্মদের ভাই আব্দুল খালেক ও শাহ আলম বলেন, নিহত মাজেদা বেগমের বোন বেড়াতে এসেছিল। তারা বৃহস্পতিবার বিকেলে চলে যাওয়ার পর আজ এই লাশ উদ্ধার হয়েছে।
মো. রিজওয়ানুল ইসলাম বলেন, আপাতত লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন