Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ২৪ মে ২০২১
আপডেট: ১৩:৩৩, ২৪ মে ২০২১

করোনায় রাজশাহীতে একদিনে প্রাণ গেল ১০ জনের

রাজশাহীতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। জেলাটিতে একদিনেই ভাইরাসটির সংক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মে) বিকেল থেকে সোমবার (২৪ মে) বেলা ১১টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এই ১০ জন মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে দুইজন মারা গেছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেয়া যাচ্ছে না হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশে ব্যাপক হারে করোনা বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, সোমবার (২৪ মে) দুপুর পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৫৮ জন করোনা রোগী ভর্তি আছেন বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ