সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:২১, ২৪ মে ২০২১
সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো ৪ জনের

সিরাজগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।
শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সোলায়মান সরকারের স্ত্রী সাকেরা খাতুন (৫০) ও আজগর আলীর ছেলে হাসেম মোল্লা(২৫)। আর আহতরা হলেন- মোস্তফার স্ত্রী মরজিনা খাতুন (৪৫) ও ফয়জাল মোল্লার স্ত্রী রহিমা খাতুন (৫০)।
একই ইউনিয়নের সড়াতৈল গ্রামের দুই নারী আহত হয়েছেন। তারা হলেন, আলহাজের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মৃত নেফাজ গ্রামানিকের স্ত্রী আমেনা খাতুন(৭০)।
গালা ইউনিয়নের পাড়া দুগালি গ্রামে মারা গেছেন আজম ব্যাপারীর ছেলে নবম শ্রেণির ছাত্র আজমুল হোসেন (১৫)।
এ ছাড়া উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মোহনা(১৭) বজ্রপাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা এখন শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, নিহত ও আহতরা সবাই বাইরে খোলা মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিল। অকস্মাৎ বজ্রপাতের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন