Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ২৫ মে ২০২১
আপডেট: ১৯:৩০, ২৫ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় নিমাঞ্চল প্লাবিত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে।

এরই মধ্যে জেলার চরফ‌্যাশন উপজেলার দুই ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

উপজেলার ঢালচর ইউনিয়নের নিম্নাঞ্চলের তিনটি গ্রাম ও চর মানিকা ইউনিয়নের তিনটি গ্রামে মানুষ পানিবন্দি হয়েছেন। এছাড়া পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেড়ের মাছ।

ঢালচর ইউনিয়নের চেয়ারম‌্যান মো. সালাম হাওলাদার ও চর মানিকা ইউনিয়নের চেয়ারম‌্যান শফিউল্লাহ হাওলাদার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তারা জানান, মঙ্গলবার ভোরের দিকে অতি জোয়ারের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পুকুর ও ঘেড়ের মাছ ভেসে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পানিবন্দি কয়েকজন জানান, ভোরের দিকে তারা ঘুমাচ্ছিলেন। ওই সময় হঠাৎ শো শো শব্দে জোয়ারের পানি বাড়িতে ঢুকে ঘর তলিয়ে গেছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন‌্য কোস্টগার্ড সদস‌্যরা কাজ করছেন।

ভোলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক আব্দুল রশিদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নাঞ্চলের বেশ কয়েটি গ্রাম প্লাবিত হবার খবর পাওয়া গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ